নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর মগবাজারে রিক্সা শ্রমিকদের নিয়ে জামায়াতের মতবিনিময়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় ইফতার বিতরণ। মাস ব্যাপি ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ইফতার বিতরণ করেন। পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে: যুবদল নেতা এমদাদুল হক। জাতীয়তাবাদী চিকিৎসকবৃন্দের ইফতার মাহফিল। ঈদে চট্টগ্রামের নিরাপত্তা জোরদারে চেম্বার প্রশাসকের আহ্বান। জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী : সেনাপ্রধান। সন্দ্বীপ যাবে আজ স্বপ্নের ফেরি। সন্দ্বীপের সঙ্গে সরাসরি ফেরি যোগাযোগ শুরু।

খাগড়াছড়িতে বেইলি সেতুর পাটাতন দেবে যান চলাচল বন্ধ।

খাগড়াছড়িতে বেইলি সেতুর পাটাতন দেবে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আজ মঙ্গলবার সকাল পৌনে ৯ টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা-লংগদু সড়কের চৌমুহনী এলাকায় এই ঘটনা ঘটে। অতিরিক্ত কাঠ বোঝাই ট্রাকের কারনে বেইলি ব্রিজের পাটাতন দেবে গেছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী নাজমুল হাসান, বেলাল হোসেন বলেন, বোয়ালখালি ছড়ার উপর বেইলি ব্রিজের উপর অতিরিক্ত কাঠবোঝাই ট্রাক ঝুঁকিপূর্ণ বেইলি ব্রীজে উঠার পর পাটাতন দেবে যায়। এ সময় কোন হতাহত না হলেও যানবাহন চলছে না। এছাড়া সড়কটি সরু হওয়ার কারণে মোটরসাইকেলসহ সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ।

খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান জানান, বিষয়টি জানা নেই। তবে সড়কের যানচলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নিচ্ছি।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, যান চলাচল দ্রুত স্বাভাবিক করার জন্য কাঠবোঝাই ট্রাক থেকে কাঠ নামানোর কাজ শুরু হয়েছে। এরপর ট্রাকটি পাটাতন থেকে তোলা হবে। বিকল্প পথে ছোট যানবাহন চলাচল করছে তবে ভারী যানবাহন চলাচল বন্ধ আছে। বেইলি ব্রিজে যানবাহন চলাচল স্বাভাবিক করতে সময় লাগবে।

 

 

আরও পড়ুন