নিজস্ব প্রতিবেদকঃ
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
খুলনা মহানগর বিএনপির সভাপতি পদে শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক পদে শফিকুল আলম তুহিন নির্বাচিত হয়েছেন।
গতকাল সোমবার খুলনা মহানগর বিএনপির সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে তারা নির্বাচিত হন। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত খুলনা জেলা স্টেডিয়াম ভবনে ভোটগ্রহণ করা হয়।
ভোট গণনা শেষে রাত ৮টায় খুলনা সার্কিট হাউস ময়দানের মঞ্চে ফলাফল ঘোষণা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।
এবারের নির্বাচনে মোট ৫০৫ জন ভোটার ছিলেন। এর মধ্যে ৪৯৯ জন ভোটার ভোট দিয়েছেন। ৬টি ভোট বাতিল হয়েছে। শফিকুল আলম মনা বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক ছিলেন। শফিকুল আলম তুহিন ওই কমিটির সদস্য সচিব ছিলেন।
সভাপতি পদে শফিকুল আলম মনা ২৯৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খুলনা মহানগর বিএনপির আগের কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম জহির পেয়েছেন ১৮৯ ভোট। আর দৌলতপুর থানা বিএনপির সদস্য সাহাজী কামাল টিপু ৩ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সদস্য সচিব শফিকুল আলম তুহিন পেয়েছেন ২৮৮ ভোট, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি নাজমুল হুদা চৌধুরী পেয়েছেন ২০৪ ভোট এবং বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী মাহমুদ আলী পেয়েছেন ২ ভোট।
মহানগর বিএনপির নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে বিজয়ী হয়েছেন শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও হাসানুর রশিদ চৌধুরী। সর্বোচ্চ ৩৭০ ভোট পেয়েছেন। অন্য দুই বিজয়ী মাসুদ পারভেজ বাবু পেয়েছেন ২৬০ এবং হাসানুর রশিদ চৌধুরী ২৫৫ ভোট পেয়েছেন।
খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে খুলনা সার্কিট হাউস ময়দানে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এর আগে ২০০৯ সালের ২৫ নভেম্বর খুলনা মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়।