আন্তজার্তিক ডেস্ক:
রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
দক্ষিণ গাজায় হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ১৫ জন স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গত ২৩ মার্চ ওই স্বাস্থ্যকর্মীদের ওপর চালানো হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে যে, তাদের সৈন্যরা ভুল করে এ হামলা চালিয়েছে।
বিবিসি, আল-জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, রাফার কাছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) অ্যাম্বুলেন্স, জাতিসংঘের একটি গাড়ি এবং গাজার সিভিল ডিফেন্সের একটি অগ্নিনির্বাপক ট্রাকে গুলি চালিয়ে স্বাস্থ্যকর্মীদের হত্যা করে ইসরায়েল।
যদিও ইসরায়েল প্রথমে দাবি করে হেডলাইট বা কোনো ধরনের আলো ছাড়াই অন্ধকারে ‘সন্দেহজনকভাবে’ গাড়ি বহর এগিয়ে আসার কারণে সৈন্যরা গুলি চালায়। গাজায় যানবাহনের চলাচলের আগে ইসরায়েলি সেনাদের সঙ্গে সমন্বয় করা হয়নি বা তাদের সম্মতি নেওয়া হয়নি বলেও দাবি করে দখলদার বাহিনী।
কিন্তু আমেরিকাভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের শেয়ার করা একটি ভিডিওটিতে দেখা গেছে, যানবাহনগুলো রাস্তায় দাঁড়িয়ে ছিল। সে সময় কোনো ধরনের সতর্কতা ছাড়াই ভোর হওয়ার ঠিক আগ মুহূর্তে সেখানে গুলি চালাইয় ইসরায়েলি বাহিনী।
ফুটেজটি ৫ মিনিটেরও বেশি সময় ধরে চলেছে। সে সময় রেফাত রাদওয়ান নামে এক স্বাস্থ্যকর্মীকে শেষ বারের মতো আর্তনাদ করতে শোনা গেছে। হামলার আগে ইসরায়েলি সৈন্যরা গাড়ির দিকে এগিয়ে আসে। সে সময় তাদের কথা বলতে শোনা গেছে।
এ ছাড়া নিহত হওয়া স্বাস্থ্যকর্মীদের মধ্যে একজনের মোবাইলের ফুটেজ খুঁজে দেখা গেছে যে, আহতদের সহায়তা দেওয়ার সময় যানবাহনগুলোতে আলো জ্বলছিল। অর্থাৎ, ইসরায়েলি বাহিনীর ওই দাবিও সম্পূর্ণ মিথ্যা।