নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

গাজীপুরে অ্যালুমিনিয়াম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট।

আমারদেশ ২৪
শনিবার, ৮ মার্চ, ২০২৫
গাজীপুরের ভরুলিয়ায় একটি অ্যালুমিনিয়াম কারখানায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে ডুয়েট গেট এলাকায় এ্যালটেক অ্যালুমিনিয়াম কারখানায় এ ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, শনিবার সন্ধ্যা ৬টার দিকে গাজীপুরের এ্যালটেক অ্যালুমিনিয়াম নামের কারখানায় আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ও ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের তিনটিসহ ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন