নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

গাজীপুরে চৌরাস্তা কার্ভাটভ্যানেও ট্রাকের চাপায় অটোরিক্সার ৪ যাএী নিহত।

facebook sharing buttonগাজীপুরের চৌরাস্তা কাভার্ডভ্যান ও ট্রাকের চাপায় পড়ে অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। (১১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চান্দনা চৌরাস্তা এলাকার জোবেদা টাওয়ারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় ঢাকা-ময়মনসিংহগামী একটি ট্রাক। এ সময় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যান সামনে থাকায় কাভার্ডভ্যান ও ট্রাকের মাঝখানে অটোরিকশা চাপা পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত ৩ জন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনায় চারজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন বাসন থানার ওসি রাহেদুল ইসলাম। তিনি জানান, কাভার্ডভ্যান ও ট্রাকের চাপায় পড়ে একটি অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছে।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা আবুল ফজল জানান, সড়ক দুর্ঘটনায় ৪ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। মরদেহগুলো মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন