নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

গাজীপুরে বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত।

আমারদেশ২৪

সোমবার ৩১ মার্চ ২০২৫

গাজীপুরের কোনাবাড়ী উড়ালসড়কের পশ্চিম পাশে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এতে এক দম্পতিসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই দম্পতির ২ সন্তানসহ কয়েকজন।

গতকাল রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী উড়ালসড়কের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ঘোড়িয়া এলাকার আনসার আলীর ছেলে নাজমুল হোসেন (৩৩) ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন।

Walton

এই দুর্ঘটনায় আহত হয়েছেন তাদের ছয় বছরের মেয়ে ও এক বছরের ছেলে, কোনাবাড়ীর এনামুল (৩০), মানিকগঞ্জ জেলার ধামরাইয়ের অজিত চরণ (৪৫) ও তার পিতা গোঙ্গাচরণ (৮০)।

স্থানীয়রা জানান, একটি ব্যাটারিচালিত অটোরিকশা উল্টো পথে আসছিল। এ সময় তাকওয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে গাজীপুর চৌরাস্তা থেকে চন্দ্রার দিকে যাওয়ার পথে কোনাবাড়ী দেওয়ালিয়াবাড়ী এলাকায় পৌঁছলে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা সাতজনই গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর চেষ্টা করলে পথেই নাজমুল, তার স্ত্রী ফরিদা এবং আরও একজন মারা যান।

নিহতদের চাচাতো ভাই শরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে নেওয়ার পথে নাজমুল ও তার স্ত্রী মারা যান। তাদের ২ সন্তানকে টাঙ্গাইল মেডিকেলে ভর্তি করা হয়েছে। তারা দুজনেই স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন এবং টাঙ্গাইলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৭টার দিকে বেপরোয়া গতির তাকওয়া পরিবহনের একটি বাস একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অ্যাম্বুলেন্স চালক সুমন জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। টাঙ্গাইল সদর হাসপাতালে নিহতদের ২ শিশুকে ভর্তি করা হয়েছে এবং তাদের মরদেহ বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।

 

আরও পড়ুন