নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

গাজীপুরে বিআরটি লেন বিআরটিসি এসিবাস উদ্ধোধন।

আমারদেশ24.com

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পরিচালনায় শুরু হলো শিববাড়ি-ঢাকা-গাজীপুর বিআরটি লেনে বিআরটিসির এসি বাস চলাচল।

আজ রোববার (১৫ ডিসেম্বর) সকালে শিববাড়ি মোড়ে বিআরটি স্টেশনে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে বাস সার্ভিস উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
স্থানীয় যাত্রীরা বলছেন, এসব সার্ভিস চালুর মাধ্যমে অফিসগামী মানুষসহ গাজীপুরবাসি উপকৃত হবে।

বিআরটি সূত্রে জানা গেছে, বিআরটি প্রকল্পটির আওতায় এয়ারপোর্ট থেকে শিববাড়ি পর্যন্ত বিদ্যমান ২০.৫ কিলোমিটার সড়কে বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ১০টি বাস এই রুটে চলাচল করবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, গাজীপুরবাসীর যাতায়াতের সুবিধার্থে বিআরটিসি বাস ও কমিউটার ট্রেন সার্ভিস চালু করা হয়েছে। এছাড়া বিআরটি প্রকল্প কর্মকর্তাদেন দ্রত কাজ সম্পন্ন করার তাগিদ দেন।

আরও পড়ুন