কিশোরগঞ্জের কটিয়াদীতে বসতঘরে ঢুকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে এক গৃহবধূকে (৩০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় ধর্ষণের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।
অভিযুক্ত হচ্ছেন হাকিম (২৫)। তিনি উপজেলার টান চারিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।এর আগে সোমবার (১ এপ্রিল) গভীর রাতে উপজেলার টান চারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্বজনরা জানান, নির্যাতনের শিকার ওই নারী ৩ সন্তানের জননী। তার স্বামী দিনে চা বিক্রি করেন, আর রাতে স্থানীয় বাজারে নৈশপ্রহরীর কাজ করেন। ঈদের দিন রাতে পাহারা দিতে যথারীতি স্বামী ঘর থেকে চলে যাওয়ার পর গৃহবধূ তার সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত একটার দিকে জানালা খুলে মুখোশ পরে ঘরে ঢুকে হাকিম। পরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ওই নারীকে ধর্ষণ করেন। তবে ধস্তাধস্তির এক পর্যায়ে মুখোশ খুলে গেলে হাকিমকে চিনতে পারেন ওই নারী। পরে ভোরে স্বামী বাড়িতে ফিরলে তাকে ঘটনা জানান। খবর পেয়ে গতকাল মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মো. তোফাজ্জল হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। ডাক্তারি পরীক্ষার জন্য নির্যাতনের শিকার গৃহবধূকে জেলা সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে।