৮২তম গোল্ডেন গ্লোবে বাজিমাত করল জ্যাক অঁদিয়ারের ‘এমিলিয়া পেরেজ’। বাংলাদেশ সময় গতকাল সোমবার ৬ ডিসেম্বর সকালে শুরু হয় গোল্ডেন গ্লোব পুরস্কারের আসর। এই আসরে সর্বোচ্চ চারটি করে পুরস্কার পেয়েছে ‘এমিলিয়া পেরেজ’ ও ‘শোগান’ সিনেমা। গত ৯ ডিসেম্বর ঘোষণা করা হয় গোল্ডেন গ্লোবের মনোনয়ন।
এতে সর্বোচ্চ ১০টি মনোনয়ন বাগিয়েছিল ‘এমিলিয়া পেরেজ’। ফরাসি নির্মাতা জ্যাক অঁদিয়ারের ছবিটি মিউজিক্যাল-কমেডি বিভাগে সেরা ছবির পুরস্কার পেয়েছে। এ ছাড়া আরও তিনটি পুরস্কার পেয়েছে ছবিটি। এর মধ্যে পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জোয়ি সালডানা। ছবিটির জন্য আদ্রিয়ানা পাজ, কার্লা সোফিয়া গাসকোন, সেলেনা গোমেজ ও জোয়ি সালদানা গত বছর কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন।
দ্য ব্রুটালিস্ট’ পেয়েছে ড্রামা ক্যাটাগরিতে সেরা ছবির পুরস্কার। এ ছবির জন্য সেরা অভিনেতা হয়েছেন অড্রিয়েন ব্রডি। একই ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার উঠেছে ব্র্যাডি করবেটের হাতে। কোরালি ফারগেটের ‘দ্য সাবস্ট্যান্স’ ছবিতে অভিনয়ের জন্য প্রথমবারের মতো সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ডেমি মুর। এ ছাড়া ‘আ ডিফারেন্ট ম্যান’-এর জন্য সেরা অভিনেতা হয়েছেন সেবাস্তিয়ান স্ট্যান।
আই অ্যাম স্টিল হেয়ার’-এর জন্য সেরা অভিনেত্রী হয়েছেন ফারনন্ডা তোরেস। সেরা অ-ইংরেজিভাষী সিনেমা হয়েছে ‘এমিলিয়া পেরেজ’। সেরা অ্যানিমেশন ছবি হয়েছে ‘দ্য ওয়াইল্ড রোবট’। টিভি বিভাগে সর্বোচ্চ পাঁচ মনোনয়ন পেয়েছিল ‘দ্য বিয়ার’। কিন্তু মূল পুরস্কারে সর্বোচ্চ চার পুরস্কার জিতেছে’।
সেরা ড্রামা সিরিজ ছাড়াও আরও তিনটি পুরস্কার জিতেছে এটি। মিউজিক্যাল-কমেডি বিভাগে সেরা সিরিজ হয়েছে ‘হ্যাকস’। সেরা লিমিটেড সিরিজের পুরস্কার পেয়েছে ‘বেবি রেইন্ডার’। ড্রামা বিভাগের সেরা অভিনেতা ও অভিনেত্রী হয়েছেন ‘শোগান’-এর হিরোয়ুকি সানাডা ও আনা সাওয়াই।
মিউজিক্যাল-কমেডি বিভাগে সেরা অভিনেতা হয়েছেন জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বিয়ার), সেরা অভিনেত্রী জিন স্মার্ট (হ্যাকস)। এবারের গোল্ডেন গ্লোব সঞ্চালনা করেন মার্কিন কমেডিয়ান নিকি গ্লেসার।