নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রামীণ ব্যাংকের আওতাধীন ৩০০ একর মাছের প্রজেক্ট ডাকাতির ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে বিকাল থেকে শুরু রাত ১১ টা পর্যন্ত পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উপরোক্ত ডাকাত গুলোকে আটক করা হয়।
আজ শুক্রবারে সকাল ১১ টার সময় চকরিয়া থানা মিডিয়া সেল সেন্টার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে। তারা চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনায় এলাকায় গ্রামীণ ব্যাংকের আওতায়ধীন ৩০০ একর মাছের প্রজেক্ট ডাকাতির সাথে জড়িত ছিল।
আটককৃত ডাকাতরা হলেন, কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের ৬নং ওয়ার্ড সওদাগর ঘোনা এলাকার শামছুল আলমের পুত্র সাখাওয়াত হোসেন (৩২), একই এলাকার আবুল কাশেমের পুত্র মোহাম্মদ রাশেদ (২৮), একই এলাকার সৈয়দ আহমেদের পুত্র আকতার হোসেন( ২৭) এবং চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের ৮নং ওয়ার্ড রামপুর এলাকার মাহবুব আলমের পুত্র মোহাম্মদ হাশেম(২২)।
আটককৃত ডাকাতদের কাছ থেকে ডাকাতি হওয়া একটি রেডমি কোম্পানির মোবাইল সেট ও একটি স্যামসাং কোম্পানির মোবাইল সেট উদ্ধার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে চকরিয়া থানায় ডাকাতি মামলা রুজু করা হয়েছে। উক্ত ডাকাত দল চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনা এলাকার গ্রামীণ ব্যাংকের আওতায়ধীন ৩০০ একর মাছের প্রজেক্ট ডাকাতির সাথে জড়িত। এছাড়া তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সহ চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে থাকে। এছাড়া আটককৃত ডাকাতদেরকে আদালতে প্রেরণ করা হবে।