নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর মগবাজারে রিক্সা শ্রমিকদের নিয়ে জামায়াতের মতবিনিময়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় ইফতার বিতরণ। মাস ব্যাপি ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ইফতার বিতরণ করেন। পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে: যুবদল নেতা এমদাদুল হক। জাতীয়তাবাদী চিকিৎসকবৃন্দের ইফতার মাহফিল। ঈদে চট্টগ্রামের নিরাপত্তা জোরদারে চেম্বার প্রশাসকের আহ্বান। জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী : সেনাপ্রধান। সন্দ্বীপ যাবে আজ স্বপ্নের ফেরি। সন্দ্বীপের সঙ্গে সরাসরি ফেরি যোগাযোগ শুরু।

চট্টগ্রামে আওয়ামী লীগের ১৯ নেতাকর্মী গ্রেফতার।

রবিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৫ 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার ভিত্তিতে ১৯ জন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল  শনিবার ৮ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে আজ রবিবার দুপুর ২টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে-পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রিয়তোষ চৌধুরী, জুলধা ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইব্রাহিম শরিফ এবং ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ইশতিয়াক ওয়াসিফসহ বন্দর থানা এলাকার মোঃ মাইদুল ইসলাম (৩৫), পাঁচলাইশ থানার মোঃ জাহিদুল ইসলাম প্রকাশ রনি (১৯), শহিদুল আলম (২৭), সদরঘাট থানার শামছু আলম ওরফে আলম (৩০), খুলশী থানার ইমামুল হক (২৮), মোঃ পাভেল (৩০), মোঃ মনিরুজ্জামান রিয়াদ (৩৯), আকবরশাহ থানার মোঃ সুমন (২৯), মোঃ তামজিদ হোসেন (২১), ইপিজেড থানার মোঃ নাঈম গাজী (২১), মোঃ কচির উদ্দিন লিটন (৩৮), চান্দগাঁও থানার রাসেল আহামদ (৩৮), বাকলিয়া থানার মোঃ জুয়েল (৩০), মোঃ ইসমাইল হোসেন (৩৬) ও মোহাম্মদ ইদ্রিস (৩৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় সহিংসতা, বিশেষ ক্ষমতা আইন এবং সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। সিএমপি জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

 

আরও পড়ুন