নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, মোটরসাইকেল জব্দ।

নিজস্ব প্রতিবেদক:

মঙ্গলবার , ১৫ এপ্রিল, ২০২৫

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে ১৯ কেজি গাঁজা এবং ১ হাজার ৩০০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব -০৭।এর আগে সোমবার চট্টগ্রামের সীতাকুণ্ড এবং ফটিকছড়ি থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার র‍্যাব -০৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

গ্রেপ্তার ৩জন হলেন- নোয়াখালীর মোতালেব হোসেন (৪২), মোঃ নুরুন্নবী (৩৫) এবং রাঙ্গামাটির তোপেল চাকমা (২৪)। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য সাড়ে ৯ লাখ টাকা বলে জানা যায়।

 

আরও পড়ুন