নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

চট্টগ্রামে জব্দ করা হলো বাংলাদেশ বিমানের দুবাই ফেরত উড়োজাহাজ।

চোরাচালানের স্বর্ণ বহনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ জব্দ করা হয়েছে। তবে উড়োজাহাজটি যথারীতি বিভিন্ন গন্তব্যে যাত্রী পরিবহন করতে পারবে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটির ‘৯ জে’ আসনের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২ কোটি ৬০ লাখ টাকা দামের ২ কেজি ৩২০ গ্রাম ওজনের স্বর্ণের বার উদ্ধারের প্রেক্ষিতে বিমানটি জব্দ করা হয়।

বিমানবন্দরের এনএসআই টিমসহ নিরাপত্তা শাখা এবং শুল্ক গোয়েন্দা দল যৌথভাবে তল্লাশি চালিয়ে স্বর্ণের চালানটি উদ্ধার করে। কালো প্লাস্টিক টেপ মুড়িয়ে স্বর্ণের বারগুলো এমনভাবে সিটের নিচে লুকানো ছিল যে যাত্রী কোন যাত্রীর পক্ষে করা সম্ভব নয়। এটির সাথে বিমানের কোন লোক জড়িত রয়েছে বলে সন্দেহের প্রেক্ষিতেই বিমানটি জব্দ করা হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ইতিহাসে এই প্রথম চোরাচালানের অভিযোগে কোন উড়োজাহাজ জব্দ করা হলো। আজ সকাল ১০টা ৫২ মিনিটে উড়োজাহাজটি ঢাকায় চলে গেছে। স্বর্ণের বার চোরাচালানের ঘটনা তদন্তের সময় বিমানটির পাইলট, কো-পাইলট এবং কেবিন ক্রুদের জিজ্ঞাসাবাদ ও বিমানের অভ্যন্তরের সিসিটিভি ফুটেজ সংগ্রহের সুবিধার জন্য বিমানটি জব্দ করা হয় বলে জানানো হয়েছে।

সূত্র জানিয়েছে, বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটটি আজ বৃহস্পতিবার সকালে সংযুক্ত আরব আমিরাত থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহযোগিতায় বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী এবং শুল্ক গোয়েন্দা টিম যৌথভাবে ফ্লাইটে তল্লাশি চালান।

 

 

আরও পড়ুন