নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

চট্টগ্রামে মাদকসহ গ্রেপ্তার ৫, মোটরসাইকেল জব্দ।

নিউজ ডেস্কঃ

শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

চট্টগ্রামে পৃথক স্থানে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৩ লাখ টাকার মাদকসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।আজ শুক্রবার দুপুরে র‍্যাব-০৭ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বৃহস্পতিবার ও শুক্রবার রাতে ফেনী ও নগরীর বায়েজিদ এলাকার পৃথক ৩টি অভিযানে মাদক কারবারি ও এসব মাদক জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আক্কেল আলী প্রকাশ সিরাজ ইসলাম (২১), ইব্রাহিম (৪৮), মোঃ নাঈম উদ্দিন (২৭), শিভু নাথ প্রকাশ সজিব (২৩) এবং তৃষ্ণা নাথ (২৬)।

এসময় তাদের কাছ থেকে ২১কেজি গাঁজা ও ১২৪ বোতল ফেন্সিডিল এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৩লাখ ৫০ হাজার টাকা বলে জানা যায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

 

আরও পড়ুন