নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

চট্টগ্রামে সার কারখানায় আগুন, উৎপাদন বন্ধ ৩ ঘন্টা।

আনোয়ারায় রাঙ্গাদিয়ায় অবস্থিত রাষ্ট্রয়াত্ব প্রতিষ্ঠান চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিঃ (সিইউএফএল) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে কারখানার নিজস্ব ফায়ার সার্ভিস গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায় রাষ্ট্রয়াত্ব সার কারখানাটি।

গতকাল সোমবার দুপুর ১ টার দিকে কারখানার ইনসুলেশনের পাইপ লাইনে আগুনের এ ঘটনা ঘটে। এ সময় আগুনের ঘটনায় কারখানার উৎপাদন ৩ ঘন্টা বন্ধ ছিল বলে জানা যায়

বিষয়টি নিশ্চিত করে সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, দুপুর ১ টার দিকে কারখানার ইনসুলেশনের পাইপ লাইনে আগুন ধরে গেলে ও  আগুনের কারনে কারখানার উৎপাদন ৩ ঘন্টা বন্ধ থাকলেও পরে উৎপাদন কার্যক্রম শুরু হয়। তবে আগুনে বড় ধরনের কোন ক্ষতি হয়নি।

 

 

আরও পড়ুন