নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিচারপ্রার্থী মানুষের কল্যাণে, দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ। অভিনেত্রী হুমায়রার মরদেহ গ্রহণ করতে চায় না পরিবার। হয়রানিমূলক মামলা-গ্রেপ্তার ঠেকাতে ফৌজদারি কার্যবিধি সংশোধনের অধ্যাদেশ জারি। অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) শেখ হাসিনার কন্যাকে। মিটফোর্ডে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা।। ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি: বড়বোন নিহত, নিখোঁজ ছোটবোন। বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত। নিউইয়র্কে বাঙালিয়ানা—কনস্যুলেটের আয়োজনে বাংলা নববর্ষ ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন। সংসদ নির্বাচনে আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে : বিজিবি মহাপরিচালক। ইতিহাসের বিশেষ ১টি সময় অতিবাহিত করছি: জামায়াত সেক্রেটারি।

চট্টগ্রাম বেতার কেন্দ্রকে দ্রুত সময়ের মধ্যে আধুনিকায়ন করা হবে : তথ্য ও সমপ্রচার সচিব।

শুক্রবার , ২৪ জানুয়ারি, ২০২৫ 

তথ্য ও সমপ্রচার সচিব মাহবুবা ফারজানা বলেছেন, বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের কার্যক্রমকে চট্টগ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক যন্ত্রপাতি দিয়ে দ্রুত সময়ের মধ্যে আধুনিকায়ন করা হবে। তিনি বলেন, শ্রোতাদের আরো আকৃষ্ট করার পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে কেন্দ্রের কর্মকর্তা ও শিল্পীদের উচিত সময়োপযোগী অনুষ্ঠান পরিকল্পনা ও পরিবেশন করা।

বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শনকালে কর্মকর্তা–কর্মচারী ও কলা কুশলীদের সাথে মতবিনিময় সভায় তথ্য সচিব গতকাল বৃহস্পতিবার ২৩ জানুয়ারি এসব কথা বলেন। এর আগে তথ্য সচিব চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ কমার্শিয়াল এলাকায় ‘বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র আধুনিকায়ন ও ডিজিটাল সমপ্রচার যন্ত্রপাতি স্থাপন’ শীর্ষক প্রকল্পের অধীনে ২১ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ২০ তলা ভবনের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। খবর বাসসের।

তথ্য সচিব মাহবুবা ফারজানা বলেন, এলাকার সাংস্কৃতিক ও ভৌগোলিক বৈচিত্র্যের কথা মাথায় রেখে কেন্দ্রের অনুষ্ঠান গ্রহণে অধিকতর মনোযোগী হতে হবে। এ বিষয়ে কর্মকর্তা, কর্মচারী ও শিল্পীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। চট্টগ্রাম বেতার কেন্দ্রের আধুনিকায়ন প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন তথ্য সচিব।

এসময় তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রাশেদ আল আমিন, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এএসএম জাহিদ হোসেন, প্রধান প্রকৌশলী মুনির আহমেদ, বাংলাদেশ বেতার চট্টগ্রামের পরিচালক মাহফুজুল হক, প্রকল্প পরিচালক আশিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

আরও পড়ুন