আমার দেশ২৪ ডেক্স।
রবিবার ২৬ জানুয়ারি ২০২৫
সাংবাদিকতা এমন একটি পেশা যেখানে নিরপেক্ষতা এবং সততা সবচেয়ে বেশি গুরুত্ব পায়। তবে অনেক সময় সাংবাদিক ইউনিয়ন এবং প্রেস ক্লাব রাজনৈতিক প্রভাব বা বিভেদে আক্রান্ত হয়। এ ধরনের পরিস্থিতি সাংবাদিকদের ঐক্য এবং পেশাগত সম্মান ক্ষুণ্ন করে। তাই এবারের নির্বাচনে সাংবাদিকদের প্রত্যাশা—এমন নেতৃত্ব বেছে নেওয়া, যারা পেশাদারিত্বকে অগ্রাধিকার দেবে এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার রক্ষায় সবসময় সোচ্চার থাকবে।
অনেকেই মত প্রকাশ করেছেন যে, সাংবাদিকদের নেতাদের এমনভাবে কাজ করা উচিত, যা পত্রিকা বা টেলিভিশন চ্যানেলের মালিকদের সঙ্গে কোনো সংঘাত সৃষ্টি না করে, বরং ন্যায্য অধিকার নিয়ে গঠনমূলক আলোচনা এবং প্রয়োজনীয় ক্ষেত্রেই নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সমাধান আনে। নেতারা যেন মালিকদের হেয় বা সামাজিকভাবে ছোট করার মানসিকতা থেকে দূরে থাকেন। ভোটারদের ভূমিকা এবং প্রত্যাশা-চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে ভোটারদের ভূমিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত দিনের অভিজ্ঞতা বলে, অনেক সময় কালোটাকা দিয়ে ভোট কেনাবেচার চেষ্টা হয়েছে, যা যোগ্য প্রার্থীদের জয়ী হতে বাধাগ্রস্ত করেছে। এবারের নির্বাচনে ভোটাররা যেন সুবিবেচনা ও দায়িত্বশীলতার সঙ্গে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, সেটাই প্রত্যাশিত। সাংবাদিক নেতাদের এমন হতে হবে, যারা শুধু কর্মরত সাংবাদিকদের অধিকার রক্ষায় নয়, বরং ইউনিয়নের বাইরে থাকা সাংবাদিকদেরও অন্তর্ভুক্তির জন্য কাজ করবেন। আজকের যুগে, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সম্মান রক্ষায় একটি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ অপরিহার্য। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের ভূমিকা ও ভবিষ্যৎ-চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রামের সাংবাদিক সমাজের অনেক অগ্রগতি হয়েছে। তবে আরও অনেক কাজ করার আছে। সাংবাদিকদের অধিকার সুরক্ষিত করতে এবং পেশাগত উন্নয়নে নেতৃত্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এবারের নির্বাচন থেকে আশা করা যায়, সাংবাদিকরা এমন নেতাদের নির্বাচন করবেন, যারা কেবলমাত্র সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করবে না, বরং তাদের পেশাগত মর্যাদা এবং সম্মান অক্ষুণ্ণ রাখতেও সচেষ্ট থাকবে। গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের কল্যাণ নিশ্চিত করার জন্য সব ধরনের রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থেকে নেতৃত্ব দিতে পারার যোগ্যতা ও সাহস থাকা আবশ্যক।
এখন সময় এসেছে, সব সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে এক ছাতার নিচে আসার এবং তাদের পেশার মর্যাদা রক্ষার। একসঙ্গে কাজ করলে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন শুধু চট্টগ্রামেই নয়, পুরো দেশের সাংবাদিকদের জন্য একটি মডেল হয়ে উঠতে পারে।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫ শুধু নেতৃত্ব নির্বাচন নয়, এটি সাংবাদিকদের পেশাগত
ঐক্য, নৈতিকতা এবং ভবিষ্যতের পথ নির্ধারণের একটি সুযোগ। এবারের নির্বাচন থেকে আমরা প্রত্যাশা করি, পেশাগত সুরক্ষা এবং মর্যাদা রক্ষায় নতুন নেতৃত্ব এক নতুন দিগন্তের সূচনা করবে। এ নির্বাচন সাংবাদিকদের পেশার প্রতি শ্রদ্ধা ও দায়িত্বশীলতার প্রতীক হয়ে উঠুক, সেটাই আমাদের কাম্য।