আমার দেশ ২৪
বুধবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৫
চট্টগ্রামের কর্ণফুলীতে মো: শহিদুল ইসলাম (৩২) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার শিকলবাহা ৫ নম্বর ওয়ার্ডের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেপ্তারকৃত শহিদুল শিকলবাহা ৫ নম্বর ওয়ার্ড এলাকার মরিচ বেপারীর বাড়ীর মো: সিরাজের ছেলে। সে শিকলবাহা ইউনিয়ন যুবলীগের সংগঠক ছিলেন বলে জানা যায়।
পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে নগরীর চাদগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, শহীদুল ইসলাম নামে এক আসামিকে গ্রেপ্তার করে চাদগাঁও থানায় সোর্পদ করা হয়।