বিজয় দিবসে ব্যানার নিয়ে আভ্যন্তরীণ কোন্দলের জের ধরে চট্টগ্রামের পটিয়ায় ছাত্রদলের এক কর্মীকে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষের আরেক কর্মী। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
আহত জিসান (১৯) কচুয়াই ইউনিয়ন ছাত্রদলের কর্মী ও ইউনিয়নের ৮নং ওয়াডের্র উত্তর শ্রীমাই গ্রামের নুরুল হকের ছেলে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহান বিজয় দিবস উপলক্ষে পটিয়া কলেজ গেটে বিএনপির দলীয় অফিসের সামনে বিএনপি ও এর অঙ্গ সংগঠন সমূহের আলোচনা সভা এবং বিজয় র্যলির আয়োজন ছিল।
কর্মসূচিতে অংশ নিতে কচুয়াই ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল সহকারে যাওয়ার পথে সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বনবিভাগ অফিসের সামনে কচুয়াই ইউনিয়ন ছাত্রদল কর্মী মিজান ও জিসানের মধ্যে কথাকাটাকটি হয়।
পরে এর জের ধরে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মিজান তার ১০/১২ জন কর্মীকে নিয়ে জিসানকে ধাওয়া করে।
এ সময় সে দৌড়ে পালাতে গিয়ে পড়ে যায়। সেখানে মিজান ও তার সমর্থকরা জিসানকে কোমরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পটিয়া থানার ওসি আবু জায়েদ বলেন, এক ছাত্র ছুরিকাঘাতের শিকার হয়েছে। ঘটনাটা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোন ধরনের লিখিত অভিযোগ পাওয়া যায়নি।