সবার জন্য উন্মুক্ত করা হয়েছে নগরের চট্রগ্রামের পাঁচলাইশ ‘জুলাই স্মৃতি উদ্যান’। গতকাল সকালে পার্কটি উদ্বোধন করেন অর্ন্তবর্তী সরকারের শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্তবিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় চসিক মেয়র শাহাদাত হোসেন, জেলা প্রশাসক ফরিদা খানমসহ গণপূর্ত বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১২ কোটি ৬৫ লাখ টাকায় ‘পাঁচলাইশ আবাসিক এলাকায় আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন জাতিসংঘ সবুজ উদ্যান উন্নয়ন’ প্রকল্পের আওতায় পার্কটি সংস্কার করে গণপূর্ত অধিদপ্তর। পূর্বে ‘জাতিসংঘ পার্ক’ থাকলেও নাম পাল্টে রাখা হয় ‘জুলাই স্মৃতি উদ্যান’।
উদ্বোধন শেষে আদিলুর রহমান খান সাংবাদিকদের বলেন, জুলাই অভ্যুত্থানে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের স্মরণে স্মৃতিচিহ্ন তৈরি করছি। যেন সারা দেশের মানুষ এবং আগামী প্রজন্ম তাঁদের অবদানের কথা জানতে পারে। ১৬ বছরের অন্যায়ের বিরুদ্ধে যাঁরা লড়াই করেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে যাঁরা আন্দোলন করেছেন; তাঁদের মনে রাখতেই এ উদ্যোগ। আমাদের পরবর্তী প্রজন্ম যাতে সেটি সব সময় মনে রাখতে পারে, সে জন্যই এখানে আসা।
এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, শহীদদের নিয়ে কোনো বিতর্ক থাকবে না। শহীদরা শহীদ। শহীদদের তালিকা দেওয়া থাকবে। শহীদদের সম্মান দেওয়া আমাদের দায়িত্ব। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার দৃশ্যমান করার কাজ মেয়র সাহেবরা করবেন। আন্ডারপাসও দরকার।
তিনি বলেন, উদ্যান জায়গা সবার জন্য উন্মুক্ত, কোনো গোষ্ঠীর ব্যবহারের জন্য না। পরিষ্কার পরিচ্ছন্নতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকা, যেন মানুষ যেতে পারে সেই কাজগুলো আমরা চেষ্টা করছি। ইনশাআল্লাহ সবার সহযোগিতায় এটা বাস্তবায়িত হবে। তিনি বলেন, বড় বিষয় হচ্ছে চট্টগ্রামের জলাবদ্ধতা। এটি আমাদের নজরে আছে। জলাবদ্ধতা থেকে মানুষ মুক্তি পায় সেই চেষ্টা হচ্ছে। মেয়র, সিডিএ, ডিসি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ হচ্ছে।
ডা. শাহাদাত হোসেন বলেন, পাঁচলাইশে ঐতিহ্যবাহী পার্ক, আমরা একসময় জাতিসংঘ পার্ক নামে চিনতাম। শৈশব এখানে কেটেছে। এটি নান্দনিকভাবে সাজানো হয়েছে। আমি মনে করি এটার দায়িত্ব চসিক, সিডিও, জেলাপ্রশাসন, আমাদের নিতে হবে। একসময় আমাদের সমন্বয় ছিল না।
এখন একসাথে মিলে কাজ করছি। একসাথে মিলে চট্টগ্রামকে সাজাতে চাই। সব কিছু জনগণের জন্য আমরা করতে চাই। পতেঙ্গাকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র করতে চাই। সময় লাগবে। আমরা আশা করছি, আমাদের মধ্যে যে সমন্বয় আছে এটার মাধ্যমে কাজ করতে পারলে চট্টগ্রামকে ক্লিন ও গ্রিন সিটি করতে পারবো।