চট্টগ্রামের মুরাদপুরে রাস্তা পারাপারের সময় লেগুনার ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার বিকাল ৩ টায় মুরাদপুর পুলিশ বক্স সংলগ্ন রাস্তায় ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয়। নিহত বৃদ্ধার নাম খুরশিদ বেগম (৬০) তিনি মোহাম্মদ পুর এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের সন্তান নাহিদা জানান, বিকাল ৩ টায় আমার মা রাস্তা পার হয়ে যাচ্ছিলেন। এমন সময় ১টি ট্রাকে ধাক্কায় দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল আনলে মায়ের মৃত্যু হয়। ঘাতক ট্রাক চালকে ধরে শাস্তি দেওয়া দাবি জানান তিনি।
তবে এই ঘটনায় একাধিক বার কল করেও পাঁচলাইশ থানার ওসির কোন বক্তব্য পাওয়া যায়নি।