নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

চট্রগ্রামের রাউজানে পুলিশের উপর হামলাকারী আটক।

 বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
চট্টগ্রামের রাউজানে মামলার আলামত উদ্ধার করার জন্য অভিযানে গেলে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় নেতৃত্বদানকারী ফোরকানকে (২৬) গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার ফোরকান রাউজান হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড  এলাকার সোলাইমানের ছেলে। এর আগে গত মঙ্গলবার  বিকালে রাউজান স্কুলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম শফিকুল আলম চৌধুরী।
থানা সূত্র মতে, গত ২ ডিসেম্বর রাউজানের আলোচিত প্রবাসী সিআইপি ইয়াসিন চৌধুরীর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ ঘটনার মামলার আলামত উদ্ধারে পুলিশ  এলাকার সালমানের বাড়িতে অভিযানে গেলে হামলা চালিয়ে ৩ পুলিশ সদস্যকে গুরুত্ব আহত করে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এ হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
গতকাল বুধবার রাউজান থানার ডিউটি অফিসার  আলী সৈকত জানান, পুলিশের উপর হামলার ঘটনার নেতৃত্বদানকারী ফোরকানকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেন থানা তিনি।

আরও পড়ুন