নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
চট্টগ্রামে চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১০ ভরি স্বর্ণ। আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ। এনসিপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন : মির্জা আব্বাস। নগরীতে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার। ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত আদেশের কার্যকারিতা ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সাতকানিয়ার সাবেক ইউপি চেয়ারম্যানকে  লোহাগাড়ায় পুলিশ দেখে পালানোর চেষ্টা, অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার। শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত সায়েন্সল্যাব, ২ দিন বন্ধ থাকবে ঢাকা কলেজ। নারায়ণগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার। বিমান বাংলাদেশ এয়ারলাইনসে চাকরির সুযোগ।

চট্রগ্রামের রাঙ্গুনিয়ায় প্রবাসী মামুন হত্যার আরও ১জন গ্রেপ্তার।

  আমারদেশ24.com

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রবাসী সেকান্দর চৌধুরী মামুন (৪২) খুন হওয়ার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তার নাম মো. পারভেজ (৩০)। সে মামলার ১৩নং এজাহারনামীয় আসামি এবং উপজেলার সরফভাটা ইউনিয়নের সিপাহী পাড়া এলাকার মৃত আবুল আবছারের ছেলে।

রবিবার (১৫ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। এর আগে, শনিবার(১৪ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান দক্ষিণ রাঙ্গুনিয়া থানার এসআই ফরিদ আহাম্মদ।

উল্লেখ্য, এর আগে ২ ডিসেম্বর রাতে মো. ওসমান গণি (২৮) নামের আরেকজনকে গ্রেপ্তার করেছিলেন পুলিশ।

জানা যায়, গত ৩০ নভেম্বর সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষের জের ধরে ১ ডিসেম্বর রাতে সালিশ বৈঠকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এতে দেশীয় অস্ত্রের আঘাতে মামুন আহত হন এবং পরে মারা যান। নিহত মামুন ঘটনার এক মাস আগে সৌদি আরব থেকে দেশে এসেছিলেন।

ঘটনার ৩দিন পর ৩ ডিসেম্বর দিবাগত রাতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় নিহতের ভাই শাহাদাত হাছান বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, ঘটনার পর পরই আমারা একজনকে গ্রেপ্তার করেছিলাম। এবার আরেকজনকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন