নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

চট্রগ্রামের শিশু উদ্ধার,অপহরণকারী গ্রেপ্তার।

আমারদেশ24.co

চট্টগ্রামের চান্দগাঁও থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৫ ডিসেম্বর) ভোরে চাদঁপুর জেলার শাহরাস্তি থানায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন।

গ্রেফতারকৃত অপহরণকারী হলো- চাদঁপুর জেলার শাহরাস্তি দফাদার বাড়ি এলাকার বর্তমানে নগরীর কোতোয়ালি থানাধীন ল্যাবরেটরী স্কুলের সামনে বসবাসরত আব্দুস সাত্তার ছেলে মাহমুদুল ইসলাম মিরাজ (২০)।

অপহৃত শিশু ফেনী জেলার সোনাগাজী এলাকার বর্তমানে নগরীর চান্দগাঁও থানাধীন পশ্চিম ফরিদার পাড়া এলাকার  দেলওয়ার হোসেনের ছেলে ছিদরাতুল মুনতাহা (১৪)।

এ ব্যাপারে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আফতাব উদ্দিন বলেন, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন