নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

চট্রগ্রামে এক নারীর ২৯ কোটি টাকার মামলা করেছে,এস আলম আকিজের বিরুদ্ধে।

 

এবার এক নারী উদ্যোক্তার কাছ থেকে ২৯ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দেশের বিতর্কিত শিল্পগ্রুপ এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ও তার ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

১২ ডিসেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে মামলাটি করেন ব্যবসায়ী নাজমে নওরোজ। এদিন আদালতে বাদির বক্তব্য গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার বাদি নাজমে নওরোজ নগরীর লা অ্যারিস্টোক্রেসি রেস্টুরেন্টের মালিক।

kishwan mobile

আদালতে মামলার অভিযোগে বাদি উল্লেখ করেছেন, তিনি একজন নারী উদ্যোক্তা। সে সুবাদে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের সাথে তার পরিচয় হয়। সাইফুল আলম বাদিকে ব্যবসা বাড়ানোর জন্য তার মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নগরীর কাজীর দেউড়ি মহিলা শাখা থেকে প্রথমে দুই কোটি টাকা ঋণ দেয়। এরপর কয়েক দফায় মোট ৩০ কোটি টাকা ঋণ দেয়। ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে এই ঋণগুলো নেওয়া হয়।

ইতোমধ্যে নাজমে নওরোজকে ব্যক্তিগত সহকারী আকিজের সঙ্গে পরিচয় করিয়ে দেন সাইফুল আলম মাসুদ আকিজ ও সাইফুল আলম ব্যাংকে ঋণের বিপরীতে থাকা বাদির সই করা খালি চেকের মাধ্যমে ও ধার হিসেবে নিয়ে আত্মসাৎ করেছেন ২৯ কোটি টাকা। গত ২২ জুলাই টাকাগুলো ফেরত চাইলে বাদিকে অপহরণের হুমকি দেওয়া হয়।

epic – mobile

মামলার বাদি নাজমে নওরোজ বলেন, টাকাগুলো ফেরত চাইলে বিভিন্ন সময় আমাকে গুম ও খুনের হুমকি দিতেন আকিজ।

safely tea

গত ৫ আগস্ট ছাত্র জনতার গনঅভ্যুত্থানে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর সাইফুল আলম মাসুদ আর দেশে ফিরে আসেননি। তিনি নিজেকে সিঙ্গাপুরের নাগরিক দাবি করে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছেন। আর পলাতক রয়েছেন আকিজ উদ্দিনও।

 

আরও পড়ুন