নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর মগবাজারে রিক্সা শ্রমিকদের নিয়ে জামায়াতের মতবিনিময়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় ইফতার বিতরণ। মাস ব্যাপি ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ইফতার বিতরণ করেন। পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে: যুবদল নেতা এমদাদুল হক। জাতীয়তাবাদী চিকিৎসকবৃন্দের ইফতার মাহফিল। ঈদে চট্টগ্রামের নিরাপত্তা জোরদারে চেম্বার প্রশাসকের আহ্বান। জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী : সেনাপ্রধান। সন্দ্বীপ যাবে আজ স্বপ্নের ফেরি। সন্দ্বীপের সঙ্গে সরাসরি ফেরি যোগাযোগ শুরু।

চট্রগ্রামে শ্যালিকাকে ধর্ষণচেষ্টা, দুলাভাইকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ।

 নিউজ ডেস্কঃ

 মঙ্গলবার ১১ মার্চ ২০২৫

চট্টগ্রামের কর্ণফুলীতে শ্যালিকাকে (১৬) ধর্ষণচেষ্টার অভিযোগে দুলাভাইকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

এর আগে শনিবার রাত ১টার দিকে উপজেলার চরপাথরঘাটা (৮নম্বর ওয়ার্ড) ইছানগর গ্রামে ঘটনাটি ঘটলেও সোমবার (১০ মার্চ) রাত এগারোটার দিকে বিষয়টি জানাজানি হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য আবু তাহের ও কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  শরীফ। আটক, ওমর ফারুক (২৮) চরপাথরঘাটা (চার নম্বর ওয়ার্ড) সৈন্যারটেক  নাছিরের ছেলে। সে পেশায় কন্টেইনার চালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে শনিবার রাত ১টা ২১ মিনিটের দিকে শ্যালিকার বুকে হাত দেন দুলাভাই। ঘটনাটি পারিবারিকভাবে সমাঝোতা হলেও সোমবার রাতে প্রতিবেশী এক মহিলা বিষয়টি জানতে পেরে স্থানীয় যুবকদের সহায়তায় অভিযুক্ত ওমরকে আটক করে গণধোলাই দেয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

অপর আরেকটি সূত্রে জানা যায়, শ্যালিকার পরিবার সম্প্রতি ইছানগর এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করে। এ সুযোগে ওমর ফারুক শ্যালিকাকে ধর্ষণচেষ্টা করে বলে অভিযোগ ওঠে।

সর্বশেষ তথ্যমতে এলাকাবাসী ও থানা সূত্র জানায়, ভিকটিম ১৬ বছরের কিশোরী বর্তমানে থানায় রয়েছে। ভিকটিমের পিতা নাজু বাদি হয়ে কর্ণফুলী থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করছেন।কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ বলেন, অভিযুক্তকে আটক করে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

 

আরও পড়ুন