নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২শিক্ষার্থীর উপর গুপ্ত হামলা।

 শুক্রবার , ১৩ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২ শিক্ষার্থীর উপর গুপ্ত হামলার ঘটনায় মূল ফটক অবরুদ্ধ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, এ পর্যন্ত ছয়টি গুপ্ত হামলার অভিযোগ পাওয়া গেলেও কোন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়নি প্রশাসন।

১৩ ডিসেম্বর আনুমানিক সন্ধ্যা ছয়টায় মূল ফটকে তালা ঝুলায় শিক্ষার্থীরা। সুষ্ঠু তদন্ত না হলে মঙ্গলবার গোটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অবরোধের ঘোষণা দিয়ে পৌনে ৮টায় কর্মসূচি শেষ করে তারা।

উপস্থিত কয়েকজন শিক্ষার্থী বলেন, এই ধরনের হত্যাচেষ্টাকে শুধুমাত্র গুপ্ত হামলা বলে চালিয়ে দেওয়ার সুযোগ নেই। আমরা দেখেছি, কি নির্মমভাবে আমাদের ভাইদেরকে মারা হয়েছে। প্রশাসন কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া তো দূরে থাক, তাৎক্ষণিক কোন ব্যবস্থা নেয়নি। আক্রান্ত শিক্ষার্থীরা ফোনে যোগাযোগ করতে চাইলে সহকারী প্রক্টর বা প্রক্টর স্যার কেউই কল ধরেননি।

ঘটনাস্থলে চবি প্রক্টর তানভীর হায়দার আরিফ এসে শিক্ষার্থীদেরকে রবিবারের মধ্যে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এর আগে, বৃহস্পতিবার রাতে আনুমানিক সাড়ে এগারোটায় চবি ক্যাম্পাসের পুরাতন অডিটোরিয়াম এলাকায় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ সেশনের ২ শিক্ষার্থী মহিবুল ও নীরব আহমেদের উপর অতর্কিতে হামলা করে মুখোশধারী কিছু ব্যক্তি। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, ঘটনাস্থলের কাছেই একজন নিরাপত্তাকর্মী অবস্থান করলেও আক্রমণের শিকার শিক্ষার্থীদের কোনপ্রকার সহায়তা করেনি।

হামলার শিকার শিক্ষার্থীরা চবি প্রক্টরিয়াল বডির সাথে ওই সময় ফোনে বহুবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের কিছু শিক্ষার্থী তাদেরকে চবি মেডিকেল সেন্টারে নিয়ে যান।

আরও পড়ুন