নিজস্ব প্রতিবেদক।| বুধবার , ৮ জানুয়ারি,২৫
চট্রগ্রামের চন্দনাইশে এবার গলায় ফাঁস লাগিয়ে মাদকাসক্ত এক ব্যক্তি আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। তার নাম শম্ভু ঘোষ (৫০)। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার দোহাজারী পৌরসভার জামিজুরী বাইন্যাপাড়া গ্রামের নিজ ঘরের ভিতর গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করে।
খবর পেয়ে আজ বুধবার দুপুর ১২টার দিকে চন্দনাইশ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। তিনি এলাকার মৃত সনাতন ঘোষের ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শম্ভু ঘোষ নিয়মিত মদ্যপান করতো এবং প্রচুর ঋণগ্রস্থ ছিল। মদ্যপান করে সে নিয়মিত স্ত্রীকে মারধরও করতো। ঘটনারদিন গতকাল মঙ্গলবারও সে তার স্ত্রীকে মারধর করে এবং স্ত্রী বাড়ি থেকে চলে যায়।
ওইদিন রাতেই সে নিজ ঘরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে চন্দনাইশ থানার পুলিশ আজ বুধবার তার লাশ উদ্ধার করে। সুরুতহাল রির্পোট তৈরীর পর ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে।
চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, ভিকটিম শম্ভু ঘোষ মদ্যপ অবস্থা থাকতো। এ নিয়ে পরিবারের সাথে প্রায় সময় ঝগড়া লেগে থাকতো এবং প্রায় সময় স্ত্রীকে মারধর করতো। শুনেছি ঘটনারদিনও সে তার স্ত্রীকে প্রচুর মারধর করায় স্ত্রী চলে যায়। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হবে বলে জানান তিনি।