নিজস্ব প্রতিনিধিঃ
রবিবার ০২ মার্চ ২০২৫
রামকৃষ্ণ সেবাশ্রম চন্দনাইশ এর উদ্যোগে ভগবান শ্রী রামকৃষ্ণের ১৯০ তম শুভ জন্মতিথি উৎযাপন
দক্ষিণ চট্টগ্রামের দোহাজারী পৌরসভার জামিজুরী গ্রামে অবস্থিত রামকৃষ্ণ সেবাশ্রম চন্দনাইশ এর উদ্যোগে ভগবান শ্রী রামকৃষ্ণের ১৯০ তম শুভ জন্মতিথি উৎযাপন উপলক্ষে শনিবার ভোর ৫.০১ মিনিটে মঙ্গলারতি বেদপাঠ ও ভজন সঙ্গীতের মধ্যে দিয়ে সারাদিন ব্যাপী অনুষ্ঠান আশ্রম প্রাঙ্গণে সেবাশ্রমের পূজারীর তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত হয়ে ঠাকুর পূজা, ধর্মীয় গ্রন্থাদি পাঠ হয়। পরবর্তীতে পন্ডিত শ্রী গৌতম চক্রবর্তী ও তার দলের সমন্বয়ে শ্রী মধভগবত গীতা পাঠ হয়। দুপুরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
উক্ত মহতী অনুষ্ঠানে গ্রামের ভক্ত প্রাণ নর নারীসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রামকৃষ্ণ সেবাশ্রম পরিচালনা কমিটির সহ-সভাপতি শ্রী ডাঃ সুনীল ভট্টাচার্য, সাধারণ সম্পাদক শ্রী বিষ্ণুযশা চক্রবর্তী যিশু সহ উপস্থিত ছিলেন শ্রী ডাঃ স্বপন চৌধুরী, শ্রী রূপস চক্রবর্তী, শ্রী সনজিত চক্রবর্তী, শ্রী প্রদীপ দাশ, শ্রী দীপক ঘোষ, শ্রী রূপক ঘোষ, শ্রী রূপক দাশগুপ্ত, শ্রী কৃষ্ণ ঘোষ, শ্রী রূপক দাশগুপ্ত, শ্রী ড্রেফন চৌধুরী সাজু, শ্রী আশীষ দে , শ্রী ভবতোষ শীল , শ্রী সুজন ঘোষ প্রমুখ ।
তপন দাশ তপু , চন্দনাইশ , চট্টগ্রাম ।