১০ লাখ টাকা চাঁদা দাবি করে না পাওয়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। নগরীর চান্দগাঁও থানাধীন এলাকার বেপারী পাড়ার বাগদাদ হাউজে এ ঘটনা ঘটে। ঘটনার ব্যাপারে ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে নগরীর চান্দগাঁও থানায় একটি মামলা করা হয়েছে।
মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, বাগদাদ হাউজের মরহুম সেকান্দর মিয়ার পুত্র ব্যবসায়ী লিয়াকত আলী নিকট ১০ লাখ টাকা চাঁদা দাবি করে একটি গ্রুপ। লিয়াকত আলী লাকি সিঅ্যান্ডএফ, ফ্রেইট ফরোওয়ার্ডস, বড় বড় কোম্পানির ডিস্ট্রিবিউটরসহ পারিবারিকভাবে বিভিন্ন ব্যবসা–বাণিজ্যের সাথে জড়িত। তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে বাগদাদ হাউজে চড়াও হয় একদল সন্ত্রাসী। তারা লিয়াকত আলী এবং তার ভাই মমতাজ আলীকে ৩০ ডিসেম্বর দুপুরে তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর এবং লুটতরাজ চালানো হয়। এ সময় লিয়াকত এবং তার স্ত্রীকেও আঘাত করে। সন্ত্রাসীরা লিয়াকতকে কুপিয়ে এবং অন্যদের পিটিয়ে গুরুতরভাবে আহত করে। যাওয়ার সময় সন্ত্রাসীরা ঘর থেকে নগদ দেড় লাখ টাকা ও প্রায় ৭ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। তারা আসবাবপত্রও ভাঙচুর করে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে। মামলা করলে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায় সন্ত্রাসীরা।
গুরুতর আহত অবস্থায় লিয়াকত লাকিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাকে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার ব্যাপারে চান্দগাঁও থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে।