নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

চারুকলার শোভাযাত্রা আগের নামে ফেরার কারণ জানতে চায় শিক্ষার্থীরা।

আমারদেশ২৪ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
নববর্ষের শোভাযাত্রার নাম মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে আগের নাম অনুযায়ী বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করায় ক্ষোভ প্রকাশ করেছে চারুকলার বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। আয়োজক কমিটিকে নাম পরিবর্তনের যথার্থ কারণ ব্যাখ্যা করার দাবিও জানিয়েছেন তারা।
আজ রোববার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে এক সংবাদ সম্মেলনে এ ক্ষোভ প্রকাশ করেন তারা।সংবাদ সম্মেলনে শোভাযাত্রা আয়োজনে নিরাপত্তা নিয়েও তারা ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি এবার অন্যান্য বছরের মতো শিক্ষার্থীদের হাতে দায়িত্ব দেওয়া হয়নি বলে তারা দাবি করেন।
সংবাদ সম্মেলনে চারুকলার প্রিন্ট মেকিং বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহরা নাজিফা বলেন , এ বছর মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করা হচ্ছে, তা এবার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নামে পালিত হবে। আমরা এই সিদ্ধান্ত সমর্থন করছি না। চারুকলার শিক্ষার্থীদের কোন মতামত ছাড়াই এই ধরনের সিদ্ধান্তের উপর প্রশ্ন রাখছি।
তিনি বলেন, ফ্যাসিবাদের সাথে মঙ্গল শোভাযাত্রা নামটির মঙ্গল অংশটি সম্পর্কিত করে হাস্যকর কিছু কথা বলা হয়েছে। বলা হয়েছে ১৯৯৬ সালে এ নাম পরিবর্তন করে আওয়ামী ফ্যাসিবাদের জন্য ব্যবহার শুরু করা হহয়েছে। অথচ আওয়ামীলীগ ক্ষমতায়ই আসে ১৯৯৬ এর বৈশাখের তথা এপ্রিলের আরো তিন মাস পরে জুলাইয়ে অনুষ্ঠিত ৭ম জাতীয় সংসদ নির্বাচনের পরে।’
তিনি বলেন, যে সিনেট সভায় নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় সে সভায় শিক্ষার্থীদের রাখা হয়নি। এ আয়োজনের গুরুত্বপূর্ণ অংশীজন শিক্ষার্থীদের সাথে আলোচনা না করেই নাম পরিবর্তন করা হয়েছে।
চারুকলার সাবেক শিক্ষার্থী জাহিদ জামিল বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের সাথে দ্বান্দ্বিক পরিস্থিতি তৈরি হলে গত মাসের শেষের দিকে আমরা সবাইকে নিয়ে আলোচনা করি। সেখানে সবাই একমতে আসতে পারি। নামটা নিয়ে সেদিন কথা বলি।
সেখানে চারুকলার ডিন বলেছেন,তারা চেষ্টা করছেন যেন নাম অপরিবর্তিত থাকে। পরে অযুহাত দেখিয়ে নাম পরিবর্তন করা হয়। নাম পরিবর্তনের কোনো যৌক্তিক কারণ তিনি জানাননি।নাম পরিবর্তনে আমাদের কোনো সমস্যা নেই। আমরা যৌক্তিক কারণ জানতে চাই। ৯৬ সালের পরিবর্তন  অন্যায় হলে এটাও অন্যায়।

আরও পড়ুন