নিউজ ডেস্কঃ
রবিবার, ৩০ মার্চ, ২০২৫
ঢাকা মিরপুর ১০ নম্বরে পণ্য কেনার সময় দরদাম করতে চাইলে পৃথকভাবে মারধরের শিকার হন এক নারী ও এক যুবক। এ ঘটনা দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে যুবককে মারধরের ঘটনায় ছাত্র-জনতা ৪ হকারকে আটক করে থানায় হস্তান্তর করেছে। আর নারীকে মারধরের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
মিরপুর মডেল থানা সূত্র জানিয়েছে, আটকদের মধ্যে একজন হাসপাতালে ভর্তি। সুস্থ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
প্রত্যদর্শীরা জানায়, মায়ের উপস্থিতিতে রাজধানীর মিরপুর-১০ নম্বরে হকারদের মারধরের শিকার হয়েছেন এক যুবক। শুক্রবার (২৮ মার্চ) সকালে ফুটপাতের এক দোকানদারের সঙ্গে তার কথা কাটাকাটি হলে কয়েকজন হকার মিলে তাকে এলোপাতাড়ি মারধর করেন। একইভাবে এক নারীর ওপরও হামলা করতে দেখা যায় কয়েকজনকে।
এসব ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এর প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের আটকের দাবি জানিয়েছেন অনেকেই। একই সঙ্গে তারা মিরপুর-১০-এর ফুটপাত ও নন-ব্র্যান্ডের দোকানগুলো থেকে কেনাকাটা বর্জন করারও ডাক দিয়েছেন।
এরই পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার দুপুরে বেশ কিছু মানুষ একত্রিত হয়ে অভিযুক্তদের দোকানে যান এবং সিন্ডিকেটের কয়েকজনকে চিহ্নিত করে আটক করেন এবং গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
এ বিষয়ে জানতে চাইলে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ, বলেন, এই ঘটনায় চারজনকে আটক করে থানায় দিয়েছে ছাত্র-জনতা। আর একজনকে পুলিশ আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।