নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

চ্যাম্পিয়নস লিগ ডর্টমুন্ডকে বিধ্বস্ত করে সেমিফাইনালের পথে বার্সেলোনা।

আমারদেশ২৪ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার ১১,এপ্রিল, ২০২৫
চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগ অসাধারণ ছিল বার্সেলোনার জন্য। চমৎকার, বিধ্বংসী। যদিও ইদুনা পার্কের ম্যাচ এখনও বাকি। তারপরও সেমি ফাইনালের টিকিট প্রায় কেটে ফেলেছে বার্সেলোনা।
মন্তুজুইকে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৪-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। দলের হয়ে জোড়া গোল করেছেন রবার্ট লেভানদোভস্কি। একটি করে গোল পেয়েছেন রাফিনিয়া ও লামিন ইয়ামাল।
বার্সেলোনার আক্রমণভাগের তিনজনই গোল পেয়েছেন। লেভানদোভস্কি করেছেন দুই গোল, আর একবার করে লক্ষ্যভেদ রাফিনিয়া ও লামিন ইয়ামালের।
ঘরের মাঠে শুরু থেকে শেষ পর্যন্ত একই ধাঁচে খেলেছে বার্সেলোনা। একের পর এক আক্রমণে আরেকটি স্মরণীয় রাত উদযাপন করেছে তারা। ম্যাচের ২৫তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। গোলটি রাফিনিয়া করলেও পুরো অবদান পাউ কুবারসির। এই ডিফেন্ডারের লক্ষ্যে থাকা বলে পা লাগিয়ে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান তারকা
ওই গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা। তবে দ্বিতীয়ার্ধে ডর্টমুন্ডের জন্য আরও খারাপ সময় তুলে রেখেছিল দলটি। বিরতি থেকে ফিরেই ব্যবধান দ্বিগুণ করেন লেভানদোভস্কির। রাফিনিয়ার সেটআপ থেকে হেড করে ম্যাচে প্রথমবার জাল খুঁজে নেন পোলিশ স্ট্রাইকার।
৬৬ মিনিটে আবার গোল করেন লেভানদোভস্কি। এবার প্রতিআক্রমণ থেকে লক্ষ্যভেদ তার। ফেরমিন লোপেজের ক্রস থেকে চলতি বলে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন ৩৬ বছর বয়সী স্ট্রাইকার। এরপর ৭৭ মিনিটে আরেকবার প্রতিআক্রমণ থেকে গোল পায় বার্সেলোনা। এবার স্কোরশিটে নাম তোলেন ইয়ামাল।
শেষ দিকে ডর্টমুন্ড কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও রোনালদ আরাউহোর দুর্দান্ত ব্লকে গোল পাওয়া হয়নি সফরকারীদের। বল অবশ্য একবার জালে জড়িয়েছিল তারা, তবে অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। ফলে ৪ গোলে এগিয়ে থেকে জার্মানিতে দ্বিতীয় লেগ খেলতে যাবে বার্সেলোনা।

আরও পড়ুন