নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ছাগলকাণ্ডের সেই মতিউর স্ত্রী কানিজ ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার।

বুধবার ১৫ জানুয়ারি ২০২৫

বহুল আলোচিত ছাগলকাণ্ডে জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।

আজ বুধবার সকাল ৮টায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ছাগলকান্ডে মতিয়র-কানিজ দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ গত ৬ জানুয়ারি তাদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করে দুদক। এরমধ্যে ঠিক কোন মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এ বিষয়ে এখনো নির্দিষ্ট তথ্য জানাতে পারেননি তালেবুর রহমান।

 

 

আরও পড়ুন