নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাংচুর।

নিউজ ডেস্কঃ
শনিবার ১৫ মার্চ, ২০২৫

পাবনায় প্রতিপক্ষের হামলায় আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হামলা চালানো হয়। এতে আহত হয়েছেন ৯ জন। শুক্রবার (১৪ মার্চ) পাবনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেন।

আহতরা হলেন- সেকেন্দার আলী সরদার (৫৯) ও ছেলে সেলিম রেজাকে (৩২), ফজলুল সরদার (৬৫),আব্দুস সাত্তার (৩৮), ইঞ্জিনিয়ার আব্দুস সামাদ (৩৫), খুশি বেগম (৩৭), রানা সর্দার (৩৩), সোহাগ হোসেন (২৫) ও আব্দুল আলিম (২২)। সেকেন্দার আলী সরদার জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিটের যুগ্ম-সাধারণ সম্পাদক আল-আমিনের বাবা।

অভিযোগ সূত্রে জানা গেছে, একই এলাকার মান্নান মণ্ডলদের সঙ্গে জমি নিয়ে মামলা চলছিল। সম্প্রতি পাবনা সেটেলমেন্ট অফিস সেই মামলায় সেকেন্দার আলীর পক্ষে রায় দেন। রায় পাওয়ার পর জমিতে মাটি ফেলছিলেন সেকেন্দার আলী। এ সময় অভিযুক্ত মান্নান, আরশেদ ও আশরাফ মণ্ডলের নেতৃত্বে বেশ কিছু লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এবং কুপিয়ে ১১ জনকে রক্তাক্ত করেন। আশপাশের লোকজন গুরুতর নয়জনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ঘটনার পর ভুক্তভোগীরা অভিযোগ দিয়ে গেছেন। আমরা তদন্তের জন্য লোক পাঠিয়েছি। ঘটনার বিস্তারিত জেনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন