মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫
স্ট্যামফোর্ড ব্রিজে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে প্রিমিয়ার লিগে পাঁচ ম্যাচের জয়খরা কাটিয়েছে চেলসি। এই জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ব্লুজরা।
খেলার প্রথমার্ধে ২৪ মিনিটে তোসিন আদারাবিয়োর দারুণ ফিনিশিংয়ে চেলসি ১-০ ব্যবধানে এগিয়ে যায়। তবে প্রথমার্ধের ইনজুরি টাইমে ম্যাট ডোহার্টি কর্নার থেকে গোল করে উলভারহ্যাম্পটনকে সমতা ফেরান।
দ্বিতীয়ার্ধে চেলসি পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ৬০ মিনিটে মার্ক কুকুরেয়া ক্লোজ রেঞ্জ থেকে গোল করে চেলসিকে আবারও লিড এনে দেন। পাঁচ মিনিট পর নোনি মাদুকে ব্যবধান ৩-১ করেন।
এই জয়ে চেলসি এখন ৩৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে, নিউক্যাসল ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে। অন্যদিকে, উলভারহ্যাম্পটন গোল ব্যবধানে রেলিগেশন জোনের বাইরে ১৭তম স্থানে রয়েছে।