নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
চট্টগ্রামে চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১০ ভরি স্বর্ণ। আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ। এনসিপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন : মির্জা আব্বাস। নগরীতে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার। ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত আদেশের কার্যকারিতা ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সাতকানিয়ার সাবেক ইউপি চেয়ারম্যানকে  লোহাগাড়ায় পুলিশ দেখে পালানোর চেষ্টা, অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার। শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত সায়েন্সল্যাব, ২ দিন বন্ধ থাকবে ঢাকা কলেজ। নারায়ণগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার। বিমান বাংলাদেশ এয়ারলাইনসে চাকরির সুযোগ।

জাতীয়তাবাদী চিকিৎসকবৃন্দের ইফতার মাহফিল।

নিজস্ব প্রতিবেদকঃ

সোমবার ২৪ মার্চ ২০২৫

ঢাকাস্থ চট্টগ্রাম মেডিকেল কলেজের জাতীয়তাবাদী চিকিৎসকবৃন্দের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হল অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলের সদস্য ডা. সাখাওয়াত হোসেন জীবন, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মোঃ জসিম উদ্দিন, সভাপতি, ড্যাব, চট্টগ্রাম মেডিকেল কলেজ; অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ, সভাপতি, ড্যাব, চট্টগ্রাম জেলা; ডা. মোঃ ফয়েজুর রহমান, সাধারণ সম্পাদক, ড্যাব, চমেক শাখা; ডা. বেলায়েত হোসেন ঢালী, সাধারণ সম্পাদক, ড্যাব, চট্টগ্রাম জেলা শাখা; ডা. ইফতেখারুল ইসলাম, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর শাখা এবং ডা. এস এম সারোয়ার আলম, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম মহানগর বিএনপি।

ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ এবং চিকিৎসকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

আরও পড়ুন