নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
চট্টগ্রামে চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১০ ভরি স্বর্ণ। আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ। এনসিপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন : মির্জা আব্বাস। নগরীতে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার। ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত আদেশের কার্যকারিতা ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সাতকানিয়ার সাবেক ইউপি চেয়ারম্যানকে  লোহাগাড়ায় পুলিশ দেখে পালানোর চেষ্টা, অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার। শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত সায়েন্সল্যাব, ২ দিন বন্ধ থাকবে ঢাকা কলেজ। নারায়ণগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার। বিমান বাংলাদেশ এয়ারলাইনসে চাকরির সুযোগ।

জাতীয় দলের ৩ ক্রীকেটার নিয়ে ১৫ সদস্যর দল ঘোষণা।

টি-টোয়েন্টি সংস্করণে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের জন্য জাতীয় দলের তিন ক্রিকেটারকে নিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট কন্টোল বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো ছয় দলের অংশগ্রহণে আগামী ১৫ ডিসেম্বর থেকে মালয়েশিয়ায় শুরু হবে এই টুর্নামেন্টটি

 

জাতীয় দলে অভিষেক হওয়া সুমাইয়া আক্তার এই দলকে নেতৃত্ব দেবেন। আরও দুই জাতীয় দলে অভিষেক হওয়া ক্রিকেটার। নিশিতা আক্তার নিশি ও হাবিবা ইসলাম পিংকি। গত বছর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় সুমাইয়ার। আর চলতি বছরেই ভারতের বিপক্ষে সিরিজে টি-টোয়েন্টি অভিষেক হয় হাবিবার।

 

এশিয়া কাপের ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। ১৬ ডিসেম্বর টুর্নামেন্টটির দ্বিতীয় দিন ইয়াং টাইগ্রেসদের প্রথম ম্যাচ। এ দিন শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা। ‘বি’ গ্রুপে আরেক ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে। দুটি ম্যাচই শুরু বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায়। কুয়ালালামপুরের বায়োইমাস ক্রিকেট ওভাল মাঠে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে। দুইটি করে দল প্রতি গ্রুপ থেকে পাবে সুপার ফোরের টিকেট। সেরা দুই দলকে নিয়ে আগামী ২২ ডিসেম্বর হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

বাংলাদেশ স্কোয়াড: সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আসিমা ইরা (সহ-অধিনায়ক), মোসাম্মত ঈভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সুবহা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, আরভিন তানি, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার, মেহেরুন নেসা।

আরও পড়ুন