জানুয়ারি থেকে পরিবর্তন হতে যাচ্ছে রেলের সময়সূচি। বাংলাদেশ রেলওয়ের নতুন ওয়ার্কিং টাইম টেবিল–৫৪ (ডব্লিউটিটি) অনুযায়ী জানুয়ারি থেকে চলবে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের সকল ট্রেন। ইতোমধ্যে রেলওয়ে নতুন ওয়ার্কিং টাইম টেবিল–৫৪ প্রবর্তনের কাজ প্রায় শেষ বলে রেল ভবন থেকে জানা গেছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, গত বছরের ১ ডিসেম্বর বাংলাদেশ রেলওয়ে নতুন সময়সূচি–৫৩ প্রণয়ন করেছিল। আগামী জানুয়ারি থেকে চালু হতে যাওয়া রেলওয়ের নতুন সময়সূচি–৫৪ প্রবর্তন হলে বেশ কিছু ট্রেনের ভ্রমণ সময় কমে আসবে বলে জানান রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন বিভাগের কর্মকর্তারা।
এই ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেল ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান বলেন, রেলওয়ের নতুন সময়সূচি হচ্ছে। জানুয়ারি থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে ট্রেন। তবে নতুন সময়সূচি এখনো অনুমোদন হয়ে আমাদের কাছে আসেনি।
এই ব্যাপারে চট্টগ্রাম রেল স্টেশন ম্যানেজার মো. মনিরুজ্জামান বলেন, জানুয়ারি থেকে নতুন টাইমে ট্রেন চলবে। নতুন টাইম টেবিল অনুযায়ী, ঢাকা–চট্টগ্রাম, ঢাকা–কক্সবাজারসহ বেশ কিছু ট্রেনের সময়সূচি কিছুটা পরিবর্তন হতে পারে। বেশ কিছু ট্রেনের ভ্রমণ সময় কমিয়ে আনা হবে।
চট্টগ্রাম–কক্সবাজার রুটে চলাচলরত বিশেষ ট্রেনটি স্থায়ী হবে জানুয়ারি থেকে। একই সাথে নতুন আরও এক জোড়া ট্রেন চালু হবে জানুয়ারি থেকে। এই দুটি জোড়া ট্রেন রেলওয়ের নতুন সময়সূচি অনুযায়ী চলবে।
এবার ওয়ার্কিং টাইম টেবিল–৫৩ চালুর এক বছরের মধ্যে নতুন সময়সূচি প্রবর্তন করতে যাচ্ছে রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন বিভাগ। নতুন ডব্লিউটিটি–৫৪ চালু হলে রেলওয়ে পূর্বাঞ্চলের ঢাকা–চট্টগ্রাম, ঢাকা–চট্টগ্রাম–কঙবাজার, চট্টগ্রাম–সিলেট, চট্টগ্রাম–কক্সবাজার বিভিন্ন রুটে বেশ কিছু ট্রেনের ভ্রমণ সময় কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন বিভাগের কর্মকর্তারা।