নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

জামায়াতের রুকন অপবাদ দিয়ে বাড়ি থেকে মাকে উচ্ছেদ করেন তুরিন।

 আমারদেশ২৪ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তার মা সামসুন নাহার তাসলিম। তিনি বলেছেন, জামায়াতের রুকন অপবাদ দিয়ে আমাকে বাড়ি থেকে উচ্ছেদ করেছিল তুরিন।

সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের রিপোর্টার্স রুমের সামনে এর আগে সোমবার (৭ এপ্রিল) সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।সামসুন নাহার তাসলিম বলেন, জামায়াতের সঙ্গে আমার কোনো সম্পর্ক না থাকলেও তুরিন আফরোজ প্রতিনিয়ত সব জায়গায় তাকে জামায়াতের রুকন বলে অপপ্রচার চালায়। এটা করে আওয়ামী লীগের শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে উত্তরার বাসা থেকে বের করে দেওয়া হয়।

তিনি আরও বলেন, তুরিনের অনৈতিক ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে বাধা দেওয়ায় সে আমার সঙ্গে এসব করতো। এখন নতুন সরকার এসেছে। ড. ইউনূসের সরকারের কাছে আবেদন- আমার বাসা ফেরত দেওয়া হোক।

এর আগে গতকাল সোমবার রাজধানী উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনের এক হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন। তবে অভিযুক্ত একজনের সঙ্গে সাক্ষাতের অভিযোগে তাকে ট্রাইব্যুনাল থেকে অপসারণ করা হয়।

আরও পড়ুন