নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

জিবলিতে ছবি বানানো বিপজ্জনক।

আমারদেশ২৪ ডেস্ক:
রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
সোশ্যাল মিডিয়া খুললেই বর্তমানে বিভিন্ন ধরনের অ্যানিমেটেড ছবি দেখা যাচ্ছে। অতীত থেকে বর্তমানের বিভিন্ন ছবি মুহূর্তেই বদলে যাচ্ছে অ্যানিমেশন স্টাইল ছবিতে। এর পোশাকি নাম দেওয়া হয়েছে ঘিবলি।
পুরো বিশ্ব এখন কাঁপছে এই ট্রেন্ডে। যে যেমন পারছেন নিজের জুতসই ছবি জিবলি স্টাইল করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। সাধারণ মানুষ থেকে বিভিন্ন ক্ষেত্রের তারকারাও মজেছেন এই জিবলিতে। এই ট্রেন্ড সিনেমার দৃশ্য থেকে শুরু করে ব্যক্তিগত, পারিবারিক ছবি পর্যন্ত সবকিছুকে জিবলি ধাঁচের ভিজ্যুয়াল ছবিতে রূপান্তরিত করছে। অমিতাভ বচ্চন, শচিন টেন্ডুলকার ও নেইমারের মতো তারকারাও এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন।
ডিজিটাল সেনসেশন তৈরির পাশাপাশি ভাইরাল এই ট্রেন্ড ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞদের মধ্যে গোপনীয়তা লঙ্ঘন নিয়ে উদ্বেগও বাড়িয়ে তুলেছে। বিশেষজ্ঞরা ব্যক্তিগত তথ্যের অপব্যবহার ও ফাঁস হয়ে যাওয়ার সম্ভাব্য হুমকির বিষয়ে ইতিমধ্যে সতর্কও করেছেন।
তারা ব্যবহারকারীদের এআই ইমেজ-জেনারেশন প্রযুক্তি ব্যবহার করার সময় ব্যক্তিগত তথ্য কীভাবে ব্যবহার করা যেতে পারে সে সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। দ্রুত ছড়িয়ে পড়া এই ট্রেন্ডে মজার ছলে গা ভাসাতে গিয়ে নিজেদের কোনো বিপদে ফেলতে যাচ্ছেন তা নিয়ে ভাবার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন