নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

জীবদ্দশায় হুররাম সুলতান যেসব সেবামূলক কাজ করে গেছেন।

 বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
অটোমান বা উসমানীয় সাম্রাজ্যের সুলতান প্রথম সুলাইমানের স্ত্রী ছিলেন হুররাম সুলতান। হেরেমের কাজ সামলানোর পাশাপাশি গরিব-দুখীদের সেবায় নিয়োজিত ছিলেন তিনি। শুনতে অবাক হলেও সত্যি যে, তার জীবদ্দশার ৪৫০ বছর পার হলেও এখনও অসহায়ের পাশে ভরসার ছায়া হয়ে দাঁড়িয়ে আছেন তিনি।
জীবদ্দশায় হুররাম সুলতান যেসব সেবামূলক কাজ করে গেছেনতার মধ্যে উল্লখ্যযোগ্য হলো হাসেকি সুলতান ইমারত নামে একটি লঙ্গরখানা তৈরি করা। ১৫৫২ সালে ফিলিস্তিনের আল-আকসা মসজিদের অ্যাসেম্বলি গেট থেকে মাত্র ১০০ মিটার দূরে এটি অবস্থিত। এখনো যা জেরুজালেমে গরিব-দুখী, মসজিদুল আকসার কর্মচারী ও দর্শনার্থীদের বিনামূল্যে খাবার বিতরণ করছে।
ইসরায়েল ফিলিস্তিন দখল করার আগে ১৯৪৮ সাল পর্যন্ত এ দাতব্য সংস্থাটি তুর্কি সুলতানদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হতো বলে জানা যায়। এটি বর্তমানে জর্ডানের ইসলামিকবিষয়ক ও পবিত্রস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এখনো এই লঙ্গখানারে সাথে জড়িতে রয়েছে হুররাম সুলতানের ইতিহাস।
বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির বরাতে জানা যায়, এই লঙ্গরখানাটি সারা বছর জেরুজালেমের গরিব-দুঃখীদের মাঝে খাবার বিতরণ করে। যা রমজান মাসে আরও বৃদ্ধি পায়। জেরুজালেমের রাজনৈতিক অস্থিরতা থাকলেও তাদের কার্যক্রম সফলভাবে চলমান আছে। দখলদার ইসরাইলিদের নানা বাধা সত্বেও জেরুজালেমের দুস্থদের খাবার চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এখনো।

আরও পড়ুন