ইজতেমা ময়দানে হামলার ঘটনায় মাওলানাসাদ পন্থীদের বিচারের দাবিতে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে মুসল্লিরা। আজবুধবার সকাল ১১ টার দিকে রাস্তায় অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করলে যান চলাচল বন্ধ থাকে ওই সড়কে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুরে টঙ্গীর ইজতেমা মাঠের দখল নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুজনের মৃত্যু হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসে মুসল্লিরা।
তারা রাস্তা আটকে বিক্ষোভ শুরু করে। এসময় বাঁশ ও কাঠ জড়ো করে আগুন জ্বালিয়ে রাস্তা আটকাতে দেখা যায়।
এদিকে তাবলীগ জামাতের যোবায়ের ও সাদপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় টঙ্গীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।