নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

টেকনাফে ‘অপহরণ চক্রের হোতা’ কেফায়েত আটক।

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের টেকনাফে অপহরণ ও মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা কেফায়েত উল্লাহকে ৩টি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে খুন, অপহরণ, মানব পাচারসহ ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটক কেফায়েত উল্লাহ (২৭) টেকনাফ বাহার ছড়া ইউনিয়নের কচ্ছপিয়া গ্রামের নুর হোসেনের ছেলে।

আজ শুক্রবার (২৮ মার্চ) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ সদর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩টি দেশীয় তৈরি এলজি ও ১১টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আটক আসামির বিরুদ্ধে খুন, অপহরণ, মানবপাচার আইনে মোট ১১টি মামলা রয়েছে।
ওসি বলেন, তাকে আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন