নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

টেকনাফে পাওয়া গেল নগদ ৩০ লক্ষ টাকা।

নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

কক্সবাজার টেকনাফে উদ্ধার হওয়া নগদ ৩০ লক্ষ টাকা, স্বর্ণ ও অস্ত্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টেকনাফে পাওয়া গেল নগদ ৩০ লক্ষ টাকা। সঙ্গে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার, গুলি ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী।আজ বৃহস্পতিবার  দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হ্নীলা আলী খালী গ্রামে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড তাজা গোলা, পাঁচটি দেশীয় অস্ত্র, ১৭ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩০ লক্ষ ৩৮ হাজার ৪০০ টাকা, ২টি ব্যাংক চেক বই, ১০টি সিম কার্ড এবং রোহিঙ্গাদের ১৯টি পরিচয়পত্র জব্দ করা হয়।

পুলিশ জানায়, এ সময় স্থানীয়ভাবে কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত হারুন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। উদ্ধার হওয়া মালামাল টেকনাফ থানায় এবং নগদ টাকা ও স্বর্ণালংকার টেকনাফ কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন