নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ট্রাইব্যুনালে যাএাবাড়ী থানার ওসি।

 

 

জুলাই-আগস্টে গণহত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পরে ট্রাইব্যুনালে তাকে হাজির করা হয়।

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে তাকে হাজির করা হয়েছে।

 

ট্রাইব্যুনালের প্রসিকিউটররা জানান, ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন পুলিশের এক উপ-পরিদর্শকের ছেলে কলেজ শিক্ষার্থী ইমাম হোসেন তাঈমকে কাছ থেকে গুলি করার পর থানায় নিয়ে মুখমণ্ডল বিকৃত করে মৃত্যু নিশ্চিত করার ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান।

এর আগে ৪ ডিসেম্বর শিক্ষার্থী তাঈম হত্যা মামলায় ওসি আবুল হাসানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি তাকে আজ (১২ ডিসেম্বর) ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়েছিল।

আরও পড়ুন