মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর ইরাকের ইমাম আলী ঘাঁটিতে হামলা করেছে ইরান। ইরাকে অবস্থিত ৪টি মার্কিন সেনাঘাঁটিতে হামলা হয়েছে। কে হামলা চালিয়েছে, এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।এর আগে সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
তিনি আরও বলেন, ‘সব ইরানির সঙ্গে আমিও আমাদের সাহসী সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানাই, যারা দেশের প্রতিরক্ষা নিশ্চিত করতে শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রস্তুত ছিল এবং শত্রুর যেকোনো হামলার জবাব দিয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত।’
এদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে কাতারের মধ্যস্থতায় রাজি হচ্ছে ইরান। রয়টার্স জানায়, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি ইরানি এক কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে তাদের রাজি করাতে সমর্থ হন।
সোমবার (২৩ জুন) কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে হামলার পর কাতারের প্রধানমন্ত্রী ইরানের কর্মকর্তাদের ফোন দেন। ফোনে জানান “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাকে বলেছিলেন, ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।” ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে কাতারের প্রধানমন্ত্রীর কাছে সহায়তা চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। যদিও ইরান ও ইসরায়েল কেউই আনুষ্ঠানিক যুদ্ধবিরতির ঘোষণা দেয়নি।