আমারদেশ২৪
মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
গ্রামে ‘ডাকাত’ পড়েছে এমন সন্দেহ করে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। গ্রামবাসী জড়ো হয়ে দুই যুবককে আটক করে গণপিটুনি দেয়। এতে দু’জনই নিহত হন। সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছনখোলা গ্রামে। তবে এই গণপিটুনির আগে গুলিতে ৪ গ্রামবাসী গুলিবিদ্ধ হয়েছেন। নিহত যুবকরা এ গুলি ছুঁড়েছেন বলে অভিযোগ পাওয়া যায়।
পুলিশ তাৎক্ষণিক নিহদের পরিচয় নিশ্চিত করতে পারেনি। উদ্ধারের পর তাদের মরদেহ সাতকানিয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম। তিনি জানান, গ্রামবাসীর গণপিটুনিতে দু’জন নিহত হয়েছেন। তাদের মরদেহ এখন থানায় আছে। গুলিতে ৪ গ্রামবাসী আহত হয়েছেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় কেউ গ্রেপ্তার নেই।’
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, রাত সাড়ে ৯টা থেকে দশটার দিকে চারটি সিএনজি করে কিছু যুবক ছনখোলা গ্রামে প্রবেশ করে গুলি ছুঁড়তে থাকে। এতে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন মসজিদের মাইকে ‘ডাকাত’ বলে ঘোষণা দেওয়া হয়। গ্রামবাসী জড়ো হয়ে এদের দু’জনকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। তবে বাকি আরও কারও হদিস পাওয়া যায়নি।
এ ঘটনায় আহত গ্রামবাসীরা হচ্ছেন- ওবায়দুল হক (২২), মামুনুর রশিদ (৪৫), নাসির উদ্দিন (৩৮) ও আব্বাস উদ্দিন (৩৮)। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, কয়েকটি গুলির খোসা ও একটি সিএনজি জব্দ করেছে পুলিশ।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সন্তু ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘ডাকাত সন্দেহে গ্রামবাসী দু’জনকে গণপিটুনি দিলে তারা মারা যায়। আসল ঘটনা আমরা খতিয়ে দেখছি।’