নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর মগবাজারে রিক্সা শ্রমিকদের নিয়ে জামায়াতের মতবিনিময়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় ইফতার বিতরণ। মাস ব্যাপি ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ইফতার বিতরণ করেন। পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে: যুবদল নেতা এমদাদুল হক। জাতীয়তাবাদী চিকিৎসকবৃন্দের ইফতার মাহফিল। ঈদে চট্টগ্রামের নিরাপত্তা জোরদারে চেম্বার প্রশাসকের আহ্বান। জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী : সেনাপ্রধান। সন্দ্বীপ যাবে আজ স্বপ্নের ফেরি। সন্দ্বীপের সঙ্গে সরাসরি ফেরি যোগাযোগ শুরু।

ডিএমপি কমিশনার পুলিশের দায়িত্বে নিরাপত্তাকর্মীরা, করতে পারবেন গ্রেফতার।

আমারদেশ২৪ ডেস্কঃ
শনিবার, ৮ মার্চ, ২০২৫
রমজান ও ঈদ উপলক্ষ্যে রাজধানীর আবাসিক এলাকাসহ বিভিন্ন শপিংমলে নিয়োজিত বেসরকারি নিরাপত্তাকর্মীরা ‍‍‍’অক্সিলারি পুলিশ ফোর্স’ হিসেবে কাজ করবেন বলে জানিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, তাদের গ্রেফতারের ক্ষমতাও থাকবে।আজ শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, মুসল্লিরা যখন তারাবি পড়তে বের হন, তখন দুই ঘণ্টার মতো সময় লাগে। এই সময়ে রাজধানীর অনেক সড়কই জনশূন্য থাকে। এ সময়ে যেসব দোকানি মসজিদে যাবেন, নিজের দোকানের নিরাপত্তা নিশ্চিত করে যাবেন। আর কিছুদিন পরেই সবাই পরিবারকে গ্রামে পাঠানো শুরু করবেন। সেসময় নিজ নিজ বাসার নিরাপত্তা নিজেরা নিশ্চিত করবেন। আমরা পাশে আছি।
তিনি আরো বলেন, ঢাকা মেগা সিটি। সবচেয়ে ঘনবসতিপূর্ণ হওয়ায় নানা সমস্যা এই শহরে রয়েছে। প্রতিদিন লাখো মানুষ ঢাকায় আসে, আবার লাখো মানুষ শহর ছেড়ে চলে যায়। তবে ইদানিং খুন ডাকাতির মতো বড় অপরাধ খুবই কম। বিগত বছরের পরিসংখ্যান ও বিশ্বের অন্যান্য বড় শহরের চিত্র দেখলে এটি বোঝা যাবে।
শেখ মো. সাজ্জাত আলী বলেন, রাজধানীতে মোবাইল ছিনতাইয়ের মতো স্ট্রিট ক্রাইমের ঘটনা ঘটছে। যার সঙ্গে জড়িত ৮০-৯০ শতাংশই কিশোর গ্যাংয়ের সদস্য। ঈদকে সামনে রেখে নগরবাসী নিরাপত্তা নিশ্চিত করতে ‘অক্সিলারী ফোর্স’ নিয়োগ দেয়া হবে। এই ফোর্সে শপিংমল ও মার্কেটে যেসব বেসরকারি নিরাপত্তারক্ষীরা কাজ করেন তাদের সহায়ক পুলিশ কর্মকর্তা হিসেবে যুক্ত করা হবে। ঈদ পর্যন্ত তাদেরও আইন প্রয়োগ ও গ্রেফতারের ক্ষমতা দেয়া হবে।

আরও পড়ুন