নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ডিবি পুলিশ সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার না করার নির্দেশ,:স্বরাষ্ট্র’ উপদেষ্টা।

সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘গোয়েন্দা পুলিশের কোনো সদস্য যেন আর সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার না করে, সে জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার  ঢাকার মিন্টো রোডে অবস্থিত গোয়েন্দা পুলিশের কার্যালয় পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আয়নাঘর বলতে কোনোকিছু থাকবে না, এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। এও বলা হয়েছে যে, এরা (ডিবি পুলিশ) সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্ট করবে না। তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, আইডি কার্ড শো করতে হবে। আইনের বাইরে তারা কোনো কাজ করবে

 

আরও পড়ুন